দৈনন্দিন কম্পিউটারে ব্যবহৃত ১৫ টি কিবোর্ডের শটকার্ট (দৈনন্দিন ব্যবহৃত কিবোর্ডের ১৫টি আডভান্স শটকার্ট)

 আপনি কি কম্পিউটারে কিবোর্ড টি শুধু টাইপিং করার জন্য ব্যাবহার করেন,আর বাকি সব মাউস দিয়ে করেন, ভূল করছেন,আপনি কি কম্পিউটার স্টুডেন্ট বা কম্পিউটার টিচার অথবা আপনি যদি কম্পিউটারে দক্ষ হয়ে থাকেন তা হলে মাউস দিয়ে সব কাজ করা আপনাকে শোভা দেয় না,তাই আজ আমরা শিখবো ১৫ টি শটকার্ট কিবোর্ড, যা সব সময় আমাদের কাজে দিবে এবং এই শটকার্ট আপনি ভালোভাবে মনে রাখুন বা কোথাও লিখে রাখুন এবং সব সময় এই শটকার্ট কিবোর্ড দিয়ে কম্পিউটার অপারেটিং করতে চেষ্টা করুন, আমি আশা করি এক মাস পরে আপনি কিবোর্ড শটকার্ট এ মাস্টার হয়ে যাবেন।



তো এখানে আমি কম্পিউটারের বেসিক শটকার্ট কী

কিবোর্ডের আডভান্স শটকার্ট কী এবং এর সাথে

দৈনন্দিন কিবোর্ডের ব্যবহৃত শটকার্ট কী নিয়ে আলোচনা করব যা আপনার জানাটা জরুরি, 

তো আপনি যদি কিবোর্ড এর শটকার্ট কী গুলো জানতে ইচ্ছুক হয়ে থাকেন আর্টিকেলটি সম্পুর্ণ পড়ুন.

বেসিক শটকার্ট

১ঃ Backspace key or Delete key : কিবোর্ডে থাকা ব্যাকস্পেস কী অথবা ডিলিট আমরা মূলত টেক্সট মুছতে এবং ফাইল ডিলিট করতে ব্যাবহার করি,কিন্তু ব্যাকস্পেস এবং ডিলিট কী আমাদের কিছু লেখার সময় ডানে বামে দুই দিকের টেক্সট মুছতে কাজে লাগবে, ধরেন আপনি একটা কিছু লিখলেন লেখাটি মুছতে ব্যাকস্পেস চাপলেন লেখাটি বাম দিকে মুছল এবং লেখাটি যদি আপনাকে ডান দিকে মুছতে হয় তখন আপনি ডিলিট কী ব্যাবহার করে ডান দিকের লেখা মুছতে পারবেন।

এডভান্সড শটকার্ট

১ঃ Alt+Tab: এই দুই টি কী একসাথে চাপ দিলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ এ চলা বিভিন্ন প্রোগ্রামকে সুইচড করতে ব্যাবহার করা হয়। ধরেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ এ বিভিন্ন প্রোগ্রাম চালু আছে যেমন ক্রোম,এডবি ফটোশপ,বা আপনি ভিডিও খুলে রাখছেন,অথবা চিত্র দেখছেন, তো এখানে যদি আপনি একটা প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রাম এ যেতে চান তাহলে আপনাকে একসাথে চাপতে হবে Alt+Tab এবং আপনাকে Tap চাপতে হবে যত সময় না আপনার সঠিক প্রোগ্রাম বা সফটওয়্যার এ আসে এবং আপনার সঠিক প্রোগ্রাম বা সফটওয়্যার এ আসলে Tap কী ছেড়ে দিন ওই প্রোগ্রামটি চালু হয়ে যাবে।তো এখানে শিখতে পারলাম প্রোগ্রাম বা সফটওয়্যার বদলানোর জন্য সবসময়ই কিবোর্ড এর Alt+Tab বাটন ব্যাবহার করা।
২ঃ Alt+F4+Enter: এই তিনটি বাটন চাপ দিলে কম্পিউটার অফ করা যাবে অতি সহজে মাউসে হাত না দিয়ে,আপনাকে যা করতে হবে ল্যাপটপ বা ডেস্কটপ এর হোম স্কিনে রেখে কিবোর্ড এ থাকা Alt+F4 এক সাথে চাপতে হবে এবং এরপর Enter চাপ দিতে হবে এতে সহজেই কম্পিউটার বা ল্যাপটপ টি বন্ধ হয়ে যাবে।
৩ঃ Alt+F4: এই দুইটি বাটন চাপলে আপনার কম্পিউটারে চলমান থাকা প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে খুব সহজে, যেখানে আপনাকে মাউস দিয়ে স্কিনের উপরে ডানে ক্রস চিহ্নে চাপ দিয়ে প্রোগ্রামটি বন্ধ করতে হতো , এই একই কাজ সহজে Alt+F4 শটকার্ট ব্যাবহার করে প্রোগ্রাম বন্ধ করে নিতে পারবেন।এভাবেই আপনার কম্পিউটারে চালু সকল প্রোগ্রাম বন্ধ করতে পারবেন কিবোর্ড এর সাহায্যে।
৪ঃ Window+D: এই দুইটি বাটন চাপ দিয়ে আপনি সরাসরি ডেস্কটপ বা ল্যাপটপের হোম স্কিনে চলে আসতে পারবেন, ধরেন আপনি অনেক গুলো প্রোগ্রাম একসাথে চালাচ্ছেন এবং তখনই আপনাকে যেতে হবে কম্পিউটারের হোম স্কিনে আপনি Window+D শটকার্ট ব্যাবহার করে এক ক্লিকে হোম স্কিনে চলে যেতে পারবেন খুব সহজে, এতে আপনার চলমান সকল প্রোগ্রাম মিনিমাইস হয়ে যাবে। এবং আপনি পূনরায় মিনিমাইস হওয়া প্রোগ্রাম বা সফটওয়্যারে Window+D একসাথে চাপ দিয়ে চালু করতে পারবেন।
৫ঃ Ctrl+Alt+Delete: মুলত আমরা কম্পিউটার বা ল্যাপটপ এ কাজ করার সময় দেখা যায় একটি প্রোগ্রাম হ্যাং বা আটকে গেছে এমন সময় কম্পিউটার বা ল্যাপটপ এ কোন কাজ করা যায় না তখন আপনি কিবোর্ড থেকে Ctrl+Alt+Delete শটকার্ট একসাথে চাপ দিয়ে আটকে যাওয়া প্রোগ্রামটি বন্ধ করতে পারবেন খুব সহজে।
৬ঃCtrl+A: কম্পিউটারে এই শটকার্ট টি বেশি ব্যাবহৃত হয়, কিবোর্ড এ থাকা Ctrl+A একসাথে চাপ দিয়ে মূলত একই পেজে থাকা সকল টেক্সট এবং একই ফোল্ডারে থাকা সকল ফাইল সিলেক্ট করতে পারবেন অতি সহজে।
৭ঃ Ctrl:C: কম্পিউটারে এই শটকার্ট টি ও বেশি ব্যাবহৃত হয়, কিবোর্ড এ থাকা Ctrl+C একসাথে চাপ দিয়ে মূলত একই পেজে থাকা সকল টেক্সট কপি এবং একই ফোল্ডারে থাকা সকল ফাইল কপি করতে পারবেন অতি সহজে।
৮ঃ Ctrl+V: এই দুইটি কী একসাথে চাপ দিয়ে আপনি কপিকরা টেক্সট পেস্ট অথবা কপি করা ফাইল পেস্ট করতে পারবেন Ctrl+V শটকার্টটি ব্যাবহার করে
৯ঃCtrl+Z: ধরেন আপনি একটা ফাইল ভুলে ডিলিট করে ফেলেছেন বা অন্য একটা জায়গায় মুভ করে ফেলেছেন এমন অবস্থায় Ctrl+Z একসাথে চাপ দিয়ে আপনি ডিলিট করা ফাইল ফিরিয়ে আনতে পারবেন এবং মুভ করা ফাইল পুনরায় আগের ফোল্ডরে পোছে দিতে পারবেন।
১০ঃSoftware open shortcut: এটা মুলত আপনি নিজের মত করে বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার চালু করতে নিজের মন মত শটকার্ট ব্যাবহার করতে পারবেন, ধরুন আপনি ক্রোম ব্রাউজার চালু করতে কিবোর্ড এর শটকার্ট তৈরি করতে চাচ্ছেন আপনাকে যা করতে হবে ক্রোম ব্রাউজারে মাউস রেখে মাউসের লেফট ক্লিক করলে নিচে অপশন আসবে Properties এ ক্লিক করলে দেখতে পাবনে লিখা আছে shortcut key এই বক্সে মাউসের রাইট ক্লিক করে কিবোর্ড এর যে কী গুলো আপনি একসাথে চাপ দিবেন যেমন Ctrl+Alt+C চাপলেন এবং নিচে থাকা Ok তে চাপ দিলেন, এরপর থাকে আপনাকে ক্রোম ব্রাউজারে ডুকতে শটকার্ট হিসেবে Ctrl+Alt+C চাপ দিলেই হবে।

দৈনন্দিন ব্যবহৃত শটকার্ট

১১ঃ Ctrl+T: আপনি যে কোন ব্রাউজার এ চালু থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে Ctrl+T একসাথে চাপ দিন তাহলে ব্রাউজারে নতুন ট্যাব চালু হয়ে যাবে।

১২ঃ Ctrl+Shift+N: ক্রোম ব্রাউজারে থাকা অবস্থায় যদি আপনাকে New incognito Window মুড চালু করতে হয় আপনি মাউস ব্যাবহার না করে কিবোর্ড এ থাকা Ctrl+Shift+N তিনটি বাটন একসাথে চাপ দিয়ে অতি সহজে সরাসরি চলে যেতে পারবেন।

১৩ঃ Ctrl+J: ক্রোম ব্রাউজারে থাকা অবস্থায় ব্রাউজারের ডাউনলোড ফোল্ডারে কিবোর্ড এর Ctrl+J ব্যাবহার করে সহজে যেতে পারেন।

১৪ঃ Ctrl+Click: মূলত এটিও ব্রাউজারে নতুন ট্যাব নিয়া জন্য ব্যাবহার করা হয়, আপনি গুগলে কিছু সার্চ করলেন এবং আপনি মাল্টিপল ওয়েবসাইট এ ডুকতে চাচ্ছে সেজন্য প্রতিটি ওয়েবসাইট এর লিংক এ মাউস রেখে Ctrl+LeftClick করলে ওয়েবসাইট টি একটি নিউ ট্যাবে চালু হয়ে যাবে।
১৫ঃ Ctrl+Shift+T: আমাদের অনেক সময়ই ব্রাউজারে নিউ ট্যাব এ কাজ শেষে আমরা ট্যাবটি ক্লোজ করে দেয় এমন সময় কাজের ট্যাবটিও ভুল করে ক্লোজ করে দেয় এবং পরে বুঝতে পারি ট্যাবটি কাজের ছিল এবং কিভাবে ট্যাবটি চালু করব ভাবতে থাকি, এই কাজটিই আপনি কিবোর্ড এ থাকা Ctrl+Shift+T শটকার্ট টি একসাথে চাপ দিয়ে ক্লোজ করা পুরাতন ট্যাবটি পুনরায় চালু করতে পারেন।

আশা করি আপনি আমার সাথে দৈনন্দিন ব্যবহৃত বেসিক,এডভান্সড শটকার্ট গুলো শিখতে পারছেন। আপনি যদি আমার আর্টিকেল লেখাটি থেকে উপক্রিত হন সেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে এবং আমাকে সোসাল মিডিয়াই ফলো করতে পারেন.

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.