১২ টি কার্যকরি এন্ড্রয়েড অ্যাপস ২০২১ ( 12 effective Android apps on play story 2021 )

আমরা বেশির ভাগ সময় আমাদের ফোনে কোন ধরনের এপস ব্যাবহার করব বুঝতে পারি না,সেজন্য অনেক সময় কার্যকারী এপস গুলো আমরা  ব্যাবহার করি না , তাই আজ নিয়ে আসলাম প্রতিদিন ব্যাবহার করার মত কিছু সাধারণ এপস, যা আপনি অতি সহজে প্লে স্টোরিতে পেয়ে যাবেন।

১২ টি কার্যকরি এন্ড্রয়েড  অ্যাপস ২০২১ ( 12 effective Android apps on play story 2021 )

আসুন শুরু করি,

১-English Bangla Dictionary : আমাদের কে প্রায়ই ইংরেজি শব্দের বাংলা আবার বাংলা শব্দের ইংরেজি শব্দ বের করতে হয়। এই অ্যাপসটির মাধ্যমে আমরা সহজে তা সার্চ দিয়ে বের করতে পারব। যখন খুশি তখন সার্চ দিয়ে আমরা শব্দ জানতে পারব। 

২-Alarmy(Sleep if you can):সঠিক সময়ে ঘুম থেকে না উঠার জন্য আমাদের অনেক কাজ পিছিয়ে পরে।যেমন কলেজ এ যাওয়া অফিস এ যাওয়া ইত্যাদি। স্মার্ট ফোনের building alarm আপ্সটি বেশি infective না। তা-ই সঠিক সময়ে ঘুম থেকে উঠার জন্য এই আপ্সটি কার্যকরি। 

৩-LastPass: এটা একটা পাসওয়ার্ড management আপ্স। অনলাইনে যে কোন জাইগায় আপনি ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করেন সেগুলো মনে রাখতে সাহায্য করবে।আপনাকে মনে রাখার দরকার নেই। এই আপ্সটি secure ভাবে save হয়ে থাকবে। পরে আপনাকে অনলাইন এ লগিন করতে গেলে আপনাকে এই আপ্স লগিন করতে সাহায্য করবে। 
৪-PicsArt Photo Studioঃমোবাইলে ক্যামেরায় ছবি তুলাটা এতটা আকর্ষণীয় হয় না, আপনি এই আপ্স ব্যাবহার করে সাধারণ ছবি কে অসাধারণ করে নিতে পারেন।আপ্স টির মধ্যে অনেক অপশন রয়েছে যা ব্যাবহার করে আপনার ছবিকে প্রফেসোনাল এডিট করতে পারেন।যা আপনি সোসাল মিডিয়ায় ছাড়তে পারেন। 
৫-Unified Remote: এই আপ্সটির মাধ্যমে আপনার মোবাইল কে রিমুটে কনবার্ট করতে পারেন। এমনকি কম্পিউটারের বেসিক টাস্ক গুলু মোবাইল দিয়ে কম্পলিট করতে পারেন। যেমন কম্পিউটার অন করা অফ করা মিউজিক অন করা ইত্যাদি। আপনি দূরে থেকেই কম্পিউটার কনট্রোল করতে পারেন। 

৬-EverNote: এই এপসটি দ্বারা বিভিন্ন বিষয়ের উপর আপনি নোট করে রাখতে পারেন। প্রায়ই আমরা অনেক কিছু ভুলে যাই। যেমন বাজারের সামগ্রী, অফিস এর ডকুমেন্টস ইত্যাদি এই আপ্স এ নোট করে রাখতে পারি। যা আমরা কাজের চাপে ভুলে গেলেও নোট দেখে মনে করতে পারি। এই আপ্স এ আমরা প্রতিদিন এর টাস্ক নোট করে পুরন করতে পারি।ফলে সব কাজ সুন্দরভাবে আগাবে। নিজেকে organized রাখতে আপ্সটি সাহায্য করবে। 
৭-Slack:প্রায়ই আমরা কোন প্রজেক্ট নিয়ে কাজ করি দলবদ্ধভাবে। এই আপ্স টি ব্যবহার করে আপনি আপনার দলকে maintain করতে পারেন। প্রজেক্ট এর কাজ কতটুক হলো তা জানতে যখন তখন তথ্য আদান প্রদান করতে পারেন।
৮-Habit Tracker:এটা একটা productivity আপ্স।লাইফ এ যত বেশি ভালো অভ্যাস যুক্ত করতে পারবেন আপনার ভবিষ্যতের জন্য ততই ভালো। কিন্ত আমরা ভালো অভ্যাস গুলো track করতে পারি না।২৪ ঘন্টায় কতো ঘন্টা সময় আমি ভাল কাজে ব্যয় করেছি যা আমার ভবিষ্যতে  কাজে লাগবে আর কতো সময় অন্ন কাজে ব্যয় করেছি যা আমার ভবিষ্যতে কাজে আসবে না  সেটাই এই আপ্স টি ব্যবহার করতে পারেন  আপনার ভাল অভ্যাস গুলো track করার জন্য। এই এপস এ আপনি বিভিন্ন goal set করে রাখতে পারেন। যা আপনি পুরুন করে ভাল result পেতে পারেন। 

৯- Walli-4k,Wallpapers:এই এপ্সটির মাধ্যমে আপনার ফোন এর presentation ভিন্ন করতে পারেন। আমরা বেশি সময় ফোন এ ব্যয় করি। আর ফোন এর প্রেজেন্টেশন যদি এক থাকে তাহলে তা দেখে আমরা boor হই তাই এই আপ্স ব্যবহার করে নতুন নতুন প্রেজেন্টেশন ব্যবহার করে জীবন রঙিন করে তুলতে পারি। 
১০-Xender-Share Music &Transfer Files: এটা একটা ফাইল sharing  এপস।প্রায়ই আমাদের কোন ফাইল share এর প্রয়োজন হয়।এই এপস ব্যবহার করে তা আমরা easily  কোন ফাইল share করতে পারি তা-ও আবার WIFI, Bluetooth এর থেকে দ্রুত গতিতে। এই এপস টি আপনার স্মার্টফোন এ থাকা দরকার। 

১১-Uber & Pathao : দুটি রাই্ট সেয়ারিং এপস। এই এপস গুলো ব্যবহার করে আপনি বিভিন্ন প্রাইভেট কার এবং বাইক হাইয়ার করতে পারেন কোন জাইগায় যাওয়ার জন্য। শহরে যেকোনো জাম যটে এই এপস ব্যবহার করে রাইটারকে ফোন করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন অতি সহজে। 

১২-MXPlayer: মিউজিক সবাই ভালোবাসে। এই এপস এর মাধ্যমে আপনি ভিডিও অডিও দুইটাই শুনতে পারবেন।অডিক গান বা ওয়াজ সোনার জন্য এই আপ্স টি অনেক useful হবে। যা আপনার স্মার্টফোন এ থাকা দরকার।

আশা করি আর্টিকেল আপনার ভালো লেগেছে এমনই আরো আর্টিকেল পড়তে বা ভালো ভালো সোসাল মিডিয়ার পোস্ট পড়তে আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন। ফেসবুক পেজটি পেতে এখানে ক্লিক করুন।

আমার লেখা  আরো আর্টিকেল সমূহ,

২০২১ এ  থাকা শীর্ষ ১০ টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলি আপনাকে আরও স্মার্ট করে তুলবে।



No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.